৫ বছরে দেড় হাজার কোটি টাকা আয় করবে জেনেক্স ইনফোসিস

১২ নভেম্বর, ২০২২ ১৭:১৮  
গ্রামীনফোন, রবি, এয়ারটেলসহ দেশ বিদেশের শতাধিক কোম্পানিকে আইটি সেবা দিয়ে আসছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড। এবার সেবা রাজস্ব আহরণে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রযুক্তিগত দেবে কোম্পানিটি। চুক্তি অনুযায়ী, সেবা বাবদ কোম্পানিটির প্রতিবছর আয় হবে ২১২ কোটি টাকা। এ হিসেবে আগামী ৫ বছরে কোম্পানিটির আয় হবে ১ হাজার ৬০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস ৩ নভেম্বর একটি চুক্তি স্বাক্ষর করেছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৬ নভেম্বর এ চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির আওতায় আগামী ৫ বছরে ৩ লাখ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও সেলস ডাটা কনট্রোলার (এসডিসি) মেশিন সাপ্লাই এবং ইনস্টল করবে জেনেক্স। চুক্তিটির মেয়াদ ১০ বছর। চুক্তির শর্তানুযায়ী, জেনেক্সকে প্রতিটি জোনে প্রথম বছরে ন্যূনতম বিশ হাজার ইএফডি ও এসডিসি যন্ত্র স্থাপন করতে হবে এবং চুক্তির পাঁচ বছরের মধ্যে প্রতিটি জোনে মোট ১ লাখ করে তিনটি জোনে পর্যায়ক্রমে ৩ লাখ ভ্যাট যন্ত্র সরবরাহ ও স্থাপন করতে হবে। ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ও সেলস ডাটা কনট্রোলার (এসডিসি) মেশিন সরবরাহ, ব্যবহার এবং খুচরা পর্যায়ে আদায় করা ভ্যাটের তথ্য সংগ্রহের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ও প্রযুক্তি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তির আওতায় প্রযুক্তি প্রতিষ্ঠানটি খুচরা প্রতিষ্ঠানে ভ্যাট যন্ত্র বিতরণ, রক্ষণাবেক্ষণ ও ভ্যাট আদায়ের কাজ করবে। এ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) এবং কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) এর এখতিয়ারভুক্ত এলাকা। জোন ২: কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এবং কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব) এর এখতিয়ার এলাকা এবং ঢাকা পূর্ব জোন ৩ এর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য ফিসক্যাল ডিভাইস ম্যানেজম্যান্ট সিস্টেম( এফিইডিএমএস) সেবা দেবে।